Sunday, April 20, 2008

কতদিন দেখিনি তোমায়!

কতদিন দেখিনি তোমায়! কতযুগ? ঠিক নেই। ঠিক মনে নেই কবে দেখা হয়েছিল তোমার সাথে, কিংবা আদৌ দেখা হয়েছিল কি না। দেখা যদি নাই হবে তবে তোমাকে চিনলাম কীভাবে? আর যদি চিনলামই তাহলে আর দেখা হয় না কেন? নাকি তোমাকে দেখা যায় কেবল একবার - জীবনে একবার। তাই যদি হয় তাহলে কী এই জনমে আর হবে না দেখা? তাই যদি হবে তাহলে একবার দেখা হওয়ার দরকার কী ছিল? একবারের জায়গায় দুইবার দেখা হলে - শতবার দেখা হলে, সহস্রবার দেখা হলে ক্ষতি কী? কিংবা ধরি কোনো ক্ষতি নেই - লাভ কী? লাভ ক্ষতির কথা না হয় বাদ দিলাম - শুধুই দেখা হলো - শুধুই দেখা। যে দেখায় দুনয়ন তৃপ্ত হবে - হয়ত কথা হবে না, কিংবা হয়ত কথা হবে - কিংবা উভয়ই হবে, কিংবা হবে না। যাই হোক, তবু দেখা হোক, কথা না হোক তবু দেখা হোক, দেখা না হোক তবু কথা হোক, কিংবা কিছু না হোক তবু কিছু হোক!

No comments: